ব্রাউজিং সহজ করতে গুগলের চমক, এলো স্প্লিট ভিউ মোড
dailybangla
01st Dec 2025 6:45 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: একসঙ্গে একাধিক ট্যাব ব্যবহারের ঝামেলা কমাতে গুগল ক্রোমে যুক্ত হয়েছে ‘স্প্লিট ভিউ’- যা একই স্ক্রিনে পাশাপাশি দুইটি ব্রাউজিং উইন্ডো খুলতে দেয়।
প্রায় পরীক্ষামূলক পর্যায় শেষে সীমিত পরিসরে চালু হওয়া ফিচারটি এক ক্লিকে লিংককে নতুন মোডে ওপেন করে দুই পাশে দুটি উইন্ডো প্রদর্শন করে।
আগে যেটি করতে আলাদা দুইটি উইন্ডো খুলে ম্যানুয়ালি সাজাতে হতো, এখন তা করা যাবে রাইট ক্লিকে ‘স্প্লিট ভিউ’ অপশন থেকে।
এক উইন্ডোতে ডকুমেন্ট ও অন্যদিকে ভিডিও কল বা তথ্য অনুসন্ধান, এই ধরনের কাজ আরও সহজ হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রয়োজনে ডান বা বাম পাশের ভিউ বন্ধও করা যায় কয়েকটি ক্লিকে।
বিআলো/শিলি



