• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার, সুপ্রিম কোর্টের রায়ে অভিযুক্ত 

     dailybangla 
    23rd Nov 2025 10:40 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে অভ্যুত্থানচেষ্টা সংক্রান্ত মামলায় দণ্ড কার্যকরের কয়েকদিন আগে নিজ বাসভবন থেকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় পুলিশ। রাজনৈতিক অভ্যুত্থান পরিকল্পনা ও সশস্ত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্ত এই ডানপন্থী নেতাকে শনিবার রাজধানী ব্রাসিলিয়ায় গ্রেপ্তার করা হয়।

    কর্তৃপক্ষ জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশনার ভিত্তিতে পুলিশের অনুরোধেই প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়। সিএনএনকে দেওয়া এক তথ্যসূত্রের মতে, বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারে তার বাড়ির সামনে একটি সমাবেশ আয়োজনের পরই গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া দ্রুততর হয়।

    ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর বলসোনারো ক্ষমতায় টিকে থাকতে নানা কৌশল ও চাপ প্রয়োগের চেষ্টা করেন- যা পরবর্তীতে ‘অবৈধ রাজনৈতিক অভ্যুত্থানচেষ্টা’ হিসেবে তদন্তে উঠে আসে। চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের একটি বেঞ্চ তাকে এসব অভিযোগে দোষী সাব্যস্ত করে; যেখানে চারজন বিচারক তার বিরুদ্ধে রায় দেন।

    তাঁর বিরুদ্ধে গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়ার উদ্দেশ্যে সশস্ত্র গোষ্ঠীর সহায়তা নেওয়ার অভিযোগও করা হয়েছে। ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকদের সরকারি ভবনে সহিংস হামলার ঘটনাকে এই অভিযোগের মূল ভিত্তি বলা হচ্ছে।

    তবে বলসোনারো বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সূত্র: সিএনএন

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031