ব্রাহ্মণপাড়াকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা আমার অঙ্গীকার: ব্যারিষ্টার মামুন
শেখ ফরিদ উদ্দিন, বুড়িচং (কুমিল্লা): কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিষ্টার আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন, তার অন্যতম অঙ্গীকার কুমিল্লা-৫ আসনকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা।
সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেই নিজের নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশ্যে এক সাক্ষাতকারে তিনি বলেন, “কুমিল্লা-৫ আসন হবে মাদক ও সন্ত্রাস মুক্ত, দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত এবং জনবান্ধব আধুনিক সুবিধা সম্পন্ন এলাকা।”
এক প্রশ্নের জবাবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষোল বছর পর প্রথমবারের জনসভার বক্তব্যের গুরুত্বকে প্রশংসা করেন।
ব্যারিষ্টার মামুন বলেন, “দেশনায়ক তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত বক্তৃতা দেশের এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাত্পর্যপূর্ণ। এটি বিএনপির সকল নেতা-কর্মীদের জন্য একটি ঐতিহাসিক দিকনির্দেশনা।”
তিনি জানান, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে তার সম্পৃক্ততা এবং ভবিষ্যতে বিএনপি দেশের নেতৃত্বে গেলে নির্বাচনী এলাকা কুমিল্লা-৫-এর উন্নয়নে কার্যক্রম বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে তিনি জনসংযোগ চালাচ্ছেন।
বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশাবাদ প্রকাশ করে ব্যারিষ্টার মামুন বলেন, “আমিই বিএনপি থেকে মনোনয়ন পাব, ইনশাআল্লাহ। এরপর জনগনের সমর্থনে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং কুমিল্লা-৫ আসনের সার্বিক উন্নয়নে আমার মেঘা পরিকল্পনা কার্যকর করব।”
তিনি তার নির্বাচনী এলাকার সীমান্ত অঞ্চলে কঠোর নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের মাধ্যমে বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করার পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে রক্ষা করে তাদের সুস্থ জীবন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।
তার নির্বাচনী অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো:
১. সুশাসন ও জবাবদিহিতা
২. শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান
৩. নাগরিক অবকাঠামো ও সেবা
৪. স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা
৫. অর্থনীতি ও বাজার ব্যবস্থা
৬. নারী ও শিশুদের বিশেষ নাগরিক সুবিধা
৭. অনগ্রসর জনগোষ্ঠী ও স্বল্প আয়ের মানুষের নাগরিক সুবিধা
৮. কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়ন
৯. দলের কমিটি গঠনে সঠিক মনিটরিং ও ত্যাগী নেতাদের মূল্যায়ন
জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ব্যারিষ্টার মামুন বলেন, “জনসেবা আমার দর্শন, আর এলাকার উন্নয়নে কাজ করা আমার দায়িত্ব। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনা করে এবং আমি জনগনের সমর্থনে এমপি হই, তবে আমার এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা অনেক সহজ হবে।”
তিনি আরও বলেন, “দেশ এখন একটি সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। এই সংকট দূর করার একমাত্র উপায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের দলকে দেশের দায়িত্ব দেবে।”
বিএনপির নেতা ব্যারিষ্টার আব্দুল্লাহ্ আল মামুন তার এলাকার জনগনকে ঐক্যবদ্ধ থেকে সমর্থন করার আহ্বান জানান।
বিআলো/শিলি



