ভারত থেকে দ্রুত টিকা পাওয়ার আশ্বাস বিক্রম দোরাইস্বামীর

ভারত থেকে দ্রুত টিকা পাওয়ার আশ্বাস বিক্রম দোরাইস্বামীর
ছবি: সংগৃহীত

বিআলো ডেস্ক: ভারতে করোনাভাইরাসের টিকার উৎপাদন বেড়েছে জানিয়ে দ্রুত রপ্তানি শুরুর আশ্বাস দিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। রপ্তানি শুরু হলে বাংলাদেশও পাবে এই টিকা।

বুধবার (৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান দেশটির হাইকমিশনার।

সে সময় বলেন, ‘যেভাবে অক্সিজেন রপ্তানি শুরু হয়েছে, তেমনি বাংলাদেশে টিকাও দ্রুত রপ্তানি হবে।’

ভারত থেকে বাংলাদেশ টিকা কিনেছে ৩ কোটি ৪০ লাখ। এ জন্য অর্থ দেয়া হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকার বেশি। কিন্তু টিকা এসেছে ৭০ লাখ।

গত জানুয়ারিতে প্রথম চালানে ভারতের সেরাম ইনস্টিটিউট পাঠায় ৫০ লাখ। এরপর প্রতি মাসে আসার কথা ছিল সমপরিমাণ। কিন্তু ফেব্রুয়ারিতে ২০ লাখ পাঠানোর পর সে দেশের সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা পাঠাতে পারেনি সেরাম।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ডেল্টা ভ্যারিয়েন্টে কয়েক লাখ মানুষের মৃত্যুর কারণে ভারতেই বেড়ে যায় টিকার চাহিদা। এ কারণে টিকা বিতরণে গড়ে ওঠা আন্তর্জাতিক জোট কোভ্যাক্সকেও টিকা দিতে পারেনি সেরাম।

সেরাম থেকে প্রতিশ্রুত টিকা না পেয়ে বাংলাদেশ পরে চীন থেকে টিকা কিনে এনেছে। রাশিয়ার সঙ্গেও চুক্তির চেষ্টা চলছে। পাশাপাশি কোভ্যাক্স থেকে সেরামের বদলে ফাইজার, মডার্নার টিকা আসছে।

তবে সেরামে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাও বাংলাদেশের লাগবে। যদিও সেই টিকা কবে আসবে, সেটি সেরামের লোকাল এজেন্ট বেক্সিমকো ফার্মাও জানাতে পারছে না।

ভারত সরকার নিষেধাজ্ঞা দেয়ার পর সেরাম এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আগস্টের আগে অন্য দেশকে টিকা দেয়া যাবে না।চলতি সেপ্টেম্বরেও টিকা পাওয়া যাবে কি না, এই প্রশ্ন তাই বড় হয়ে দাঁড়িয়েছে।

অন্য এক প্রশ্নে দোরাইস্বামী বলেন,  ভারতে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। মহামারির কারণে বেশিরিভাগ দেশে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে ট্যুরিস্ট ছাড়া বাকি ভিসাগুলো চালু রয়েছে।

তিনি বলেন, গত চার মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বেড়েছে। এ সময়ে রেলপথে আমদানি-রপ্তানি বেড়েছে। দুই দেশের যোগাযোগ বাড়াতে সড়ক, রেল ও নৌপথের ব্যবস্থা উন্নত করা হচ্ছে।

বিআালো/ইলিয়াস