ভারত রুটে কাল থেকে বাংলাদেশের সব ফ্লাইট বন্ধ

ভারত রুটে কাল থেকে বাংলাদেশের সব ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে কলকাতা-দিল্লি রুটের সব ফ্লাইট বন্ধ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশের তিনটি বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা, নভোএয়ার ও রিজেন্ট এয়ার।


শুক্রবার (১৩ মার্চ) থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশের মতো বাংলাদেশীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার পর এ সিদ্ধান্ত নিলো বিমান কর্তৃপক্ষ।


বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, বাংলাদেশ থেকে কলকাতায় প্রতিদিন বিমানের দুটি করে ফ্লাইট রয়েছে। আর দিল্লিতে প্রতিদিন একটি করে ফ্লাইট ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে গত কয়েক দিন ধরে ঢাকা-দিল্লি রুটে প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট চলছিলো। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে ১৩ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। ওইদিন সন্ধ্যার পর বিমানের কোনো ফ্লাইট ভারতে যাবে না।


ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, শুক্রবার থেকে ভারতীয় ছাড়া অন্য কোনো দেশের যাত্রীদের কলকাতা ও চেন্নাইয়ে নেয়া হবে না। ১৫ মার্চ পর্যন্ত ঢাকা-চেন্নাই রুটে এবং ১৬ মার্চ পর্যন্ত ঢাকা-কলকাতা রুটে কেবল ফিরতি যাত্রীদের আনতে ফ্লাইট চালু থাকবে। এরপর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউএস বাংলার ভারতের ফ্লাইট বন্ধ থাকবে।


নভোএয়ার ও রিজেন্ট এয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারাও এধরণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।