• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারত সফরে আসছেন মেসি, শচীন-কোহলিদের সঙ্গে খেলবেন ক্রিকেট 

     dailybangla 
    02nd Aug 2025 3:32 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তিন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনি। এই তিন তারকার সঙ্গে ক্রিকেট খেলবেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটতে যাচ্ছে। ভারত সফরে এসে ক্রিকেট খেলায় মাততে যাচ্ছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

    ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিন দিনের সফরে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের তিনটি শহর ভ্রমণ করবেন তিনি।

    ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাবেক ও বর্তমান ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে এক বিশেষ ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে মেসির। প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মা। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করবে।

    ম্যাচটি হতে পারে ৭-এ সাইড ফরম্যাটে, যেখানে ব্যাট হাতে দেখা যাবে ফুটবলের ‘গোট’ মেসিকে। এছাড়া মেসির সফরের আরেক গন্তব্য হবে কলকাতা, যেখানে ইডেন গার্ডেন্সে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধনা দেবেন।

    কলকাতায় শিশুদের জন্য ফুটবল কর্মশালা পরিচালনা করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তার সম্মানে আয়োজিত হবে ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট “গোট কাপ”।

    এটি হবে মেসির দ্বিতীয় ভারত সফর। ১৪ বছর আগে প্রথমবার ভারতে এসেছিলেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়ালার সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930