ভারতে দক্ষিণ আফ্রিকার দুঃস্বপ্ন, টি-টোয়েন্টিতে ইতিহাসের সর্বনিম্ন স্কোর
স্পোর্টস ডেস্ক: ভারত সফরে প্রথম টি-টোয়েন্টিতেই ভয়াবহ ভরাডুবিতে পড়ল দক্ষিণ আফ্রিকা। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২.৩ ওভারে ৭৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা, যা তাদের টি- টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন অলআউট স্কোর।
প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নতুন এক নেতিবাচক রেকর্ড গড়তে হলো দক্ষিণ আফ্রিকাকে। এর আগে ২০২২ সালে রাজকোটে ৮৭ রানে অলআউট হয়েছিল দলটি। কটকে সেই রেকর্ডও পেছনে ফেলে আরও কম রানে থেমে গেল টেম্বা বাভুমাদের ব্যাটিং লাইনআপ।
ভারতের ছয় বোলার প্রত্যেকেই অন্তত একটি করে উইকেট শিকার করে প্রতিপক্ষকে চাপে রাখেন। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও দারুণ করেন হার্দিক পান্ডিয়া। ডেভিড মিলারকে আউট করার মধ্য দিয়ে তিনি টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২১ ম্যাচে পৌঁছান ১০০ উইকেটে।
মঙ্গলবার কটকের বারাবতী স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ৬.৩ ওভারে মাত্র ৪৮ রানে তিন টপ-অর্ডার ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। ইনিংসের তৃতীয় বলেই ফিরে যান ওপেনার শুভমান গিল। দলীয় ১৭ রানে আউট হন অধিনায়ক সূর্যকুমার যাদব (১১ বলে ১২)। অভিষেক শর্মাও বেশিক্ষণ টিকতে পারেননি, করেন মাত্র ১৭ রান।
৭৮ রানে আউট হন তিলক ভার্মা (৩২ বলে ২৬), আর ১০৪ রানে ফেরেন অক্ষর প্যাটেল (২১ বলে ২৩)। ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের স্কোর ছিল ১০৪। সেখান থেকে ম্যাচের চিত্র বদলে দেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় তার ৫৯ রানের দাপুটে ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রানে পৌঁছে যায় স্বাগতিকরা।
এই লক্ষ্য তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার ছিল পুরোপুরি বিপর্যস্ত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৪ রানের বেশি যেতে পারেনি তারা, তৈরি হয়েছে নতুন লজ্জার অধ্যায়।
বিআলো/শিলি



