• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভারতে বহুতল ভবন ধস, নিহত ২ 

     dailybangla 
    12th Jul 2025 4:00 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে তিন তলা ভবন ধসে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে।

    শনিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে দিল্লির ওয়েলকাম এলাকায় এ দুর্ঘটন ঘটে। খবর এনডিটিভির।

    ঘটনাস্থল থেকে উদ্ধারকৃতদের মধ্যে ১৪ মাস বয়সি এক শিশু, চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছে। প্রাপ্তবয়স্কদের আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শিশুটি জিটিবি হাসপাতালে ভর্তি রয়েছে।

    স্থানীয়দের মতে, ভবনটিতে ১০ জনের একটি পরিবার থাকত।

    সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্ত জানিয়েছেন, ‘সকাল ৭টায় ভবন ধসের বিষয়ে আমরা একটি ফোন পেয়েছি। দমকল কর্মীসহ একাধিক দল কাজ করছে। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। ’

    স্থানীয় বাসিন্দা আসমা পিটিআইকে বলেন, ‘সকাল ৭টার দিকে আমি আমার ঘরে ছিলাম, তখনই একটা বিকট শব্দ শুনতে পেলাম এবং চারদিকে ধুলো ছড়িয়ে পড়ে। যখন আমি নিচে নেমে আসি, তখন দেখি আমাদের প্রতিবেশীর বাড়ি ভেঙে পড়েছে। ’

    তিনি আরও বলেন, ‘আমরা জানি না কতজন আটকা পড়েছেন। তবে সেখানে ১০ জনের একটি পরিবার থাকে এবং তিনজনকে উদ্ধার করা হয়েছে। ’

    দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গার্গ এক বিবৃতিতে বলেছেন, সিলামপুরের ইদগাহ রোডের কাছে জনতা কলোনির ৫ নম্বর গালিতে একটি ভবন ধসে পড়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930