ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর
আর্ন্তজাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণই শেখ হাসিনার ব্যক্তিগত।
শনিবার এনডিটিভির প্রধান সম্পাদকের সঙ্গে এক আলোচনায় অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা একটি “নির্দিষ্ট পরিস্থিতি”র কারণে ভারতে এসেছেন এবং পরিস্থিতিই তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করবে।
ভারতে তিনি ‘যতদিন ইচ্ছা থাকবেন’- এ প্রশ্নে জয়শঙ্কর বলেন, “এটি ভিন্ন প্রসঙ্গ। তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন, সেটিই ভবিষ্যতে কী হবে তা নির্ধারণে ভূমিকা রাখবে। সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাকেই নিতে হবে।”
আলোচনায় তিনি ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, নয়া দিল্লি সবসময় বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন জানায়।
তিনি আরও আশা প্রকাশ করেন যে বাংলাদেশের ভবিষ্যৎ সরকার যেই হোক, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখবে। সূত্র: এনডিটিভি
বিআলো/শিলি



