‘ভালো থাকুন সবসময়’—বাটারফ্লাই গ্রুপের ২৪/৭ ফ্রি মেডিকেল সেবা চালু
স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: প্রযুক্তির মাধ্যমে বিপ্লব
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের সার্বিক স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করতে বাটারফ্লাই গ্রুপ উদ্বোধন করেছে নতুন উদ্যোগ ‘ভালো থাকুন সবসময়’। এর মাধ্যমে বাটারফ্লাই-এর সকল নতুন ও পুরাতন গ্রাহক ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন বিনামূল্যে টেলিমেডিসিন কনসালটেশন সেবা নিতে পারবেন। এই উদ্যোগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
রবিবার (২ নভেম্বর) ঢাকার ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. মাসুদুজ্জামান খান, ডিএমডি ও সিসিবিও, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং মকবুল্লাহ হুদা চৌধুরী, সেলস ডিরেক্টর, বাটারফ্লাই গ্রুপ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাটারফ্লাই গ্রুপের হেড অব মার্কেটিং মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ, হেড অব প্রোডাক্ট এ এস এম মুনতাসির চৌধুরী, সেলস ম্যানেজার আতাউল্লাহ আরমান, এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ভাইস প্রেসিডেন্ট মো. জোবায়ের খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল বলেন, “‘ভালো থাকুন সবসময়’ ক্যাম্পেইনের উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। বাটারফ্লাই গ্রুপ ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের এই যৌথ উদ্যোগ মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসচেতনতা ও যত্নের বার্তা পৌঁছে দেবে। প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার এই সংযোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ আমাদের সমাজে সুস্থ, সচেতন ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে।”
বাটারফ্লাই গ্রুপের সেলস ডিরেক্টর মকবুল্লাহ হুদা চৌধুরী বলেন, “বাটারফ্লাই গ্রুপ বিশ্বাস করে—ভালো থাকা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি জাতীয় প্রয়াস। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো সরকারি প্রচেষ্টার পাশাপাশি বিনামূল্যে মেডিকেল কনসালটেশন সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রকোপে হঠাৎ প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য, যেন প্রাথমিক চিকিৎসা ও দ্রুত সহায়তায় বড় সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।”
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি ও সিসিবিও মোহাম্মদ মাসুদুজ্জামান খান বলেন, “বাটারফ্লাই গ্রুপের সঙ্গে এই পার্টনারশিপে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য একটাই—মানুষের জীবনে একটু বেশি নিরাপত্তা ও স্বস্তি আনা। এখন থেকে বাটারফ্লাই গ্রাহকরা ২৪ ঘণ্টা ফ্রি ডাক্তার পরামর্শ ও মেডিকেল সেবা পাবেন, যা তাদের প্রয়োজনের সময় পাশে থাকবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ পরিবারের সুস্থতা ও ভালো থাকার পথে এক ধাপ এগিয়ে দেবে।”
১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। গ্রাহক নিজে, তার পিতা-মাতা ও নির্ভরশীল সদস্যদের জন্য এই সেবা নিতে পারবেন।
গ্রাহকরা এই উদ্যোগের আওতায় পাবেন হোম স্যাম্পল কালেকশন ও রিপোর্ট ডেলিভারিতে বিশেষ ছাড়, ওষুধ হোম ডেলিভারিতে ছাড়, বাসায় ডাক্তার ভিজিট ও হোম কেয়ার সেবায় বিশেষ ছাড়, অ্যাম্বুলেন্স বুকিং সহায়তা, এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট সহায়তা।
বাটারফ্লাই গ্রাহকরা হাউজ অব বাটারফ্লাই শোরুম, ডিজিটাল প্ল্যাটফর্ম, অথবা ১৬৫৭১ নম্বরে কল করে অফার সম্পর্কে জানতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত গুগল ফর্মে নাম, ফোন নম্বর ও ইমেইল দিতে হবে। যাচাই শেষে ৪৮ ঘণ্টার মধ্যে (সরকারি ছুটি ব্যতীত) রেজিস্ট্রেশন নিশ্চিত হলে গ্রাহকরা ০৯৬৪ ৩১১৬৭৬১ নম্বরে কল করে সেবাটি গ্রহণ করতে পারবেন।
বিআলো/তুরাগ



