ভালোবাসা দিবসের আগে তৃপ্তির ‘ও রোমিও’
বিনোদন ডেস্ক: বিশাল ভরদ্বাজ পরিচালিত নতুন রোমান্টিক অ্যাকশন থ্রিলার ‘ও রোমিও’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তৃপ্তি দিমরি। ভালোবাসা দিবসের আগের দিন মুক্তি পেতে যাচ্ছে তার ক্যারিয়ারের নতুন সিনেমাটি।
প্রায় নয় বছরের ক্যারিয়ারে মাত্র দশটি সিনেমায় অভিনয় করলেও বলিউডে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন তৃপ্তি দিমরি। প্রথমদিকে ‘মম’ ও ‘পোস্টার বয়েজ’-এ ছোট চরিত্রে দেখা গেলেও খুব দ্রুতই নায়িকা হিসেবে দর্শকের নজর কাড়েন তিনি।
এবার তার ক্যারিয়ারের একাদশ সিনেমা ‘ও রোমিও’ মুক্তি পাচ্ছে ভালোবাসা দিবসের ঠিক আগের দিন। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারে তৃপ্তি অভিনয় করেছেন আফশা চরিত্রে। তার বিপরীতে আছেন শহিদ কাপুর।
প্রকাশিত ট্রেলারে দেখা যায়, শহিদের চরিত্র উস্তারা একদিকে প্রেমে নিবেদিত, অন্যদিকে ভয়ংকর সহিংস জীবনে অভ্যস্ত। তৃপ্তির চরিত্র আফশার সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে প্রেম থেকে প্রতিশোধ আর রক্তক্ষয়ী সংঘাতের দিকে মোড় নেয়। গল্পে উঠে আসে এক সময়ের স্থানীয় সন্ত্রাসী উস্তারার উত্থান ও পতনের কাহিনি।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, ফরিদা জালাল, নানা পাটেকার, দিশা পাটানি ও অরুনা ইরানি। এতে ব্যবহৃত দুটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন অরিজিত সিং, মধুবন্তি বাগচি ও জাভেদ আলি।
রোমান্টিক চরিত্রে তৃপ্তির সাফল্য নতুন নয়। ২০১৮ সালে ‘লায়লা মজনু’ সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান। মাত্র তিন কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছিল প্রায় ১২ কোটি রুপি। এরপর নেটফ্লিক্সের ‘বুলবুল’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড জেতেন তিনি।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া থ্রি’ তৃপ্তির ক্যারিয়ারে আরেকটি বড় মাইলফলক। প্রায় ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছে সাড়ে ৪০০ কোটির বেশি। ‘ও রোমিও’ তার ক্যারিয়ারে নতুন উচ্চতা যোগ করতে পারে বলেই মনে করছেন অনেকে।
বিআলো/শিলি



