ভূঞাপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তারিকুল ইসলাম শিপন, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় ভূঞাপুর পৌর শহরের টেলিফোন অফিস সংলগ্ন ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম শিপনের আয়োজনে এবং ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খাইরুল খন্দকার।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম শিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হাদি চকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরান পারভেজ ইভান, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হাছান মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহাদী হাসান শিবলী, নির্বাহী সদস্য আব্দুল্লাহসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিআলো/এফএইচএস



