ভূমিকম্পসহ সব আগাম সতর্কতায় জনপ্রিয়তা পাচ্ছে আবহাওয়া নির্ভর অ্যাপ
dailybangla
28th Nov 2025 9:59 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: অপ্রত্যাশিত আবহাওয়া, ঘনঘন ভূমিকম্প এবং জলবায়ু পরিবর্তনের চাপ মোকাবিলায় আবহাওয়া-নির্ভর অ্যাপগুলোর ব্যবহার দ্রুত বাড়ছে।
ত্রিমাত্রিক ডেটাভিত্তিক এসব অ্যাপ তাপমাত্রার পাশাপাশি ঝড়, বজ্রপাত, দমকা হাওয়া, একিউআই, অ্যালার্জি উপাদান ও বৃষ্টির সম্ভাবনা সবকিছুরই রিয়েল টাইম পূর্বাভাস দেয়।
দ্য ওয়েদার চ্যানেল, অ্যাকুওয়েদার, ওয়েদার বাগ, ওয়ান ওয়েদার থেকে শুরু করে মেটোম্যাটিক্স- অনেক অ্যাপ এখন রাডার ম্যাপ, স্যাটেলাইট ভিউ, স্টর্ম ট্র্যাকিং ও প্রতি ঘণ্টার আপডেট সরবরাহ করে।
বিদেশ ভ্রমণ পরিকল্পনা থেকে দৈনন্দিন সতর্কতা, ব্যবহারকারীরা ইচ্ছামতো শব্দদূষণ, অতিরিক্ত গরম, ইউভি ইনডেক্স বা বৃষ্টির অ্যালার্টও সেট করতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক আবহাওয়ায় নির্ভরযোগ্য অ্যাপ এখন দৈনন্দিন নিরাপত্তা পরিকল্পনার অন্যতম অংশ হয়ে উঠেছে।
বিআলো/শিলি



