ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার আটক করল যুক্তরাষ্ট্র
আর্ন্তজাতিক ডেস্ক: ভেনেজুয়েলার একটি বড় তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করলেও কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি।
ট্যাঙ্কার আটকানোর ঘটনার পাশাপাশি পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটি ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে।
অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ট্যাঙ্কার আটকানোর একটি ভিডিও ফুটেজ এক্স-এ প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় মার্কিন বাহিনী হেলিকপ্টার থেকে ট্যাঙ্কারে নামে।
এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে দ্রুত আগ্রাসী আচরণ বন্ধের দাবি জানিয়েছেন। মাদকবিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর একের পর এক চাপ বাড়াচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে।
বিআলো/শিলি



