ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনায় ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর
dailybangla
04th Jan 2026 5:45 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে তুলে আনার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

ওই পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘স্বাধীনতা আর ন্যায়বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প এবং আপনার সাহসী সৈন্যদের গৌরবান্বিত পদক্ষেপকে আমি স্যালুট জানাই।’
সূত্র: আল–জাজিরা



