• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোট ও গণভোট বিষয়ে তথ্য ছড়াতে সারাদেশে ‘সুপার ক্যারাভান’ 

     dailybangla 
    22nd Dec 2025 6:37 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটকে সামনে রেখে সারাদেশে প্রচারণা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি- ‘সুপার ক্যারাভান’।

    সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এসব গাড়ির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে ফিতা কেটে সুপার ক্যারাভান উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    এই উদ্যোগের আওতায় সুপার ক্যারাভান দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য পৌঁছে দেবে। পাশাপাশি ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

    উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ভোটাধিকার কোনো দয়া নয়, এটি জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই নাগরিকরা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব।

    তিনি তরুণ সমাজ, নারী ও প্রথমবারের ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে থাকবে না ভয় বা বাধা-থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031