ভোট ও গণভোটে সচেতনতা বাড়াতে গানে গানে প্রচার
dailybangla
24th Dec 2025 1:53 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে ঢাকা বিভাগের জন্য একটি বিশেষ গান প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এই গানটি গেয়েছেন ব্যান্ড স্টোইক ব্লিসের শিল্পী কাজী। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আটটি বিভাগের জন্য আটটি আলাদা গান তৈরি করা হয়েছে। গানগুলোর মাধ্যমে ভোটের প্রক্রিয়া সহজভাবে তুলে ধরা হবে এবং আঞ্চলিক ভাষায় মানুষের কাছে বার্তা পৌঁছানো হবে।
এছাড়া গ্রামাঞ্চলের হাট-বাজারে হ্যাঁ/না ভোট প্রদানের পদ্ধতি হাতে-কলমে দেখানোর উদ্যোগও নেওয়া হয়েছে। গানে গানে নির্বাচনী প্রচারকে জনগণের কাছে আরও সহজ ও গ্রহণযোগ্য করে তুলাই এই উদ্যোগের লক্ষ্য। সূত্র: বাসস
বিআলো/শিলি



