ভোটকে ঘিরে কয়রায় নৌবাহিনীর টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম
মুশফিকুর রহমান, খুলনা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ব্যাপক আকারে ফুট পেট্রোলিং ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
নির্বাচনী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, বাজার এলাকায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং সাধারণ জনগণকে আইন মানতে উদ্বুদ্ধ করাই ছিল এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট আসিফ আরাফাত।
এতে নৌবাহিনীর একাধিক সুসজ্জিত দল অংশ নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় টহল জোরদার করে। ফুট পেট্রোলিংয়ের প্রধান রুট হিসেবে নির্ধারিত ছিল কয়রা উপজেলা সদরের মধুর মোড়। সেখান থেকে কপোতক্ষ মহাবিদ্যালয়ের সামনে দিয়ে বাসস্ট্যান্ড পেরিয়ে উপজেলা আবহাওয়া অফিসের সড়ক হয়ে ডাকবাংলো প্রাঙ্গণে এসে টহল শেষ হয়।
এ সময় নৌবাহিনীর সদস্যরা ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইন মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে ঘড়িলাল বাজার, আমাদি বাজার ও আশপাশের এলাকায় পৃথক দলগুলো আলাদাভাবে ফুট পেট্রোলিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
এসব বাজারে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। স্থানীয়দের মতে, নৌবাহিনীর এ ধরনের সক্রিয় উপস্থিতি নির্বাচনী সময়ে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিআলো/আমিনা



