নির্বাচন কমিশন ও টিকটকের যৌথ উদ্যোগে চালু হলো ইন-অ্যাপ ‘ইলেকশন সেন্টার’
ভোটারদের সচেতনতা বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে অংশীদারিত্বে টিকটক সরবরাহ করছে সরকারি তথ্য এবং ভুয়া খবর চিহ্নিত করার সরঞ্জাম
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সময় ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি কমাতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে যৌথ উদ্যোগে টিকটক চালু করেছে ইন-অ্যাপ নির্বাচন তথ্য কেন্দ্র বা ‘ইলেকশন সেন্টার’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ভোট ও নির্বাচন সংক্রান্ত সরকারি এবং নির্ভরযোগ্য তথ্য সহজেই জানতে পারবেন।
টিকটক জানায়, ২০২০ সালের পর থেকে বিশ্বজুড়ে ২০০টিরও বেশি নির্বাচনকে কেন্দ্র করে তারা নিরাপত্তা ও তথ্যভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। ব্যবহারকারীদের সঠিক তথ্য প্রদানের পাশাপাশি ক্ষতিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধে প্ল্যাটফর্মটি ধারাবাহিকভাবে উদ্যোগ গ্রহণ করে আসছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি কাজ করে এই ইলেকশন সেন্টার ফিচার বাস্তবায়ন করা হয়েছে। এখানে ভোট ও নির্বাচন সংক্রান্ত নির্ভুল এবং সরকারি তথ্যসহ বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। ব্যবহারকারীরা জানতে পারবেন কীভাবে ভোট দিতে হবে, নির্বাচনী প্রক্রিয়া কী, এবং ভুয়া খবর চেনার উপায়।
এছাড়া, ইলেকশন সেন্টারে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিংকও দেওয়া থাকবে, যাতে ব্যবহারকারীরা সরাসরি মূল উৎস থেকে তথ্য যাচাই করতে পারেন।
টিকটক আরও জানিয়েছে, নির্বাচন-সংক্রান্ত কিছু ভিডিও এবং সার্চ রেজাল্টে বিশেষ ট্যাগ যুক্ত করা হবে। এসব ট্যাগে ক্লিক করলেই ব্যবহারকারীরা সরাসরি ইলেকশন সেন্টারের তথ্যভান্ডারে পৌঁছাতে পারবেন।
এই পদক্ষেপের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিক নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধি করা নতুন মাত্রা পাচ্ছে। বাংলাদেশে নির্বাচন কমিশনের সঙ্গে টিকটকের এই অংশীদারিত্ব ভোটপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিআলো/তুরাগ



