ভোটে থাকছেন দেশি-বিদেশি মিলিয়ে ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষক
dailybangla
26th Jan 2026 12:24 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে মাঠে থাকবেন ৫৫ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক।
রোববার ঢাকার একটি হোটেলে কূটনৈতিক মিশন, জাতিসংঘ সংস্থা এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৮১টি নিবন্ধিত দেশি সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন।
ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সূত্র: বাসস
বিআলো/শিলি



