• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোলায় দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোষ্টগার্ড 

     dailybangla 
    19th Jan 2025 11:01 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ভোলায় ০২ টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদকসহ ০৬ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

    আজ রবিবার (১৯ জানুয়ারি) ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ রবিবার মধ্যরাত ১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের এর সমন্বয়ে ভোলার সদর থানাধীন মুন্সিরচর, উকিলপাড়া, মুসলিমপাড়া এবং গুইঙ্গারহাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

    উক্ত অভিযান পরিচালনাকালে ০২ টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড তাজা গোলা, ০১ টি চায়নিজ কুড়াল, ০১ টি চাপাতি, ০১ টি ডেগার, ০১ টি হকস্ট্রিক, ০১ টি খুর, ০২ টি দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ০৫ টি গ্রিফ ওয়াটার, ১২০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ০২ টি ল্যাপটপ, ০১ টি পাসপোর্ট, ০২ টি পেনড্রাইভ, ০২ ড্রাইভিং লাইসেন্স এবং নগদ টাকা ৪,৬২,০৬০/০০ (টাকা চার লক্ষ বাষট্টি হাজার ষাট মাত্র) সহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (৪৪), পাভেল বিশ্বান (৪৮), গৌতম বনিক (৪৫), মোঃ লিটন (৫২), মোঃ মাহবুব (৩০) এবং পারুল বেগম (৪০) সকলেই ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা।

    তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত সকল আলমতসহ মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930