• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোলার চরফ্যাশনে ইসলামি আন্দোলনের প্রেস ব্রিফিং 

     dailybangla 
    29th Jan 2026 2:37 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে হাতপাখার নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস ব্রিফিং করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন নির্বাচন পরিচালনা কমিটি।

    বৃহস্পতিবার সকালে চরফ্যাশনের আসন নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন।

    তিনি বলেন, পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় তার মেয়ে ও আসন নির্বাচন পরিচালনা কমিটির সভানেত্রী মারিয়া কামালসহ নারী কর্মীদের ওপর দাড়িপাল্লার কর্মীরা হামলা চালায়। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

    প্রফেসর কামাল উদ্দিন আরও বলেন, “একজন নারী নেত্রী ও কর্মীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

    তিনি ঘটনার বর্ণনায় বলেন, বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে মারিয়া কামালের নেতৃত্বে ৫ থেকে ৭ জন নারী কর্মী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় তার ছেলে মুহাম্মাদ তাহযিব এবং জেলা যুব আন্দোলনের সেক্রেটারি মাওলানা ফয়সাল আহমাদ উপস্থিত ছিলেন।

    প্রচারণাকালে মো. সোহেল হাওলাদার ও আলাউদ্দিন নামের দুই ব্যক্তি জামায়াতে ইসলামী ও দাড়িপাল্লার পক্ষ হয়ে বাধা প্রদান করেন এবং একপর্যায়ে ধাক্কাধাক্কি ও মারধর করেন। এতে মারিয়া কামালও ধাক্কা খেয়ে পড়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

    প্রেস ব্রিফিংয়ে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের সহিংস আচরণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বিশেষ করে ধর্মের নামে রাজনীতি করা একটি দলের কর্মীদের কাছ থেকে এমন আচরণ হতাশাজনক।

    এ সময় প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বকে নিজ দলের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

    প্রেস ব্রিফিংয়ে চরফ্যাশন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031