মুক্তিযুদ্ধে জিয়ার কোনো বীরত্ব গাঁথা ইতিহাস নেই: হানিফ

মুক্তিযুদ্ধে জিয়ার কোনো বীরত্ব গাঁথা ইতিহাস নেই: হানিফ

সিলেট প্রতিনিধি :আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কোনো বীরত্ব গাঁথা ইতিহাসে নেই। বরং পঁচাত্তরের পরে ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করে কুখ্যাত রাজাকার গোলাম আজমকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে তিনি তাদের দোসর তা প্রমাণ করেছেন।

রোববার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭৫ এর ১৫ আগস্ট নিয়ে হানিফ বলেন, বঙ্গবন্ধুর অপরাধ ছিল তিনি এ দেশের মানুষকে ভালবাসতেন, এ দেশ নিয়ে স্বপ্ন দেখতেন। বাংলাদেশ যেন বিশ্বে মাথা তুলে দাঁড়াতে না পারে, তাই ৭১ এর পরাজিতরাই জাতির পিতাকে হত্যা করেছে। আর সেই খুনিদের বিচার না করে ইন্ডেমনিটি আইন বাতিল করে তাদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান।

সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। তিনি বলেন, খুনি জিয়া বেঈমানি করেছে, খুনি মুশতাক বেঈমানি করেছে। বঙ্গবন্ধুর আদর্শ ছিলো বলেই তিনি কোটি কোটি মানুষের মাঝে বেঁচে আছে।

শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আগাছাগুলো বাংলাদেশকে বারবার কলুষিত করেছে। এখনো সেই আগাছাগুলো বাংলাদেশকে কলুষিত করার চেষ্টায়। তবে মনে রাখতে হবে আগাছাদের সাময়িক বিজয় হলেও তাদের পরাজয় অবশ্যম্ভাবী। এখন সেই আগাছাগুলো আওয়ামী লীগে প্রবেশ করে সুবিধা নিতে চায়। তবে জননেত্রী শেখ সেই আগাছাগুলো উপড়ে ফেলার উদ্যোগ নিয়েছেন।

শোকসভায় আজিজুস সামাদ ডন বলেন, জিয়াউর রহমান হচ্ছে বঙ্গবন্ধু হত্যার নীল নকশাকারী। আর তারই ছেলে তারেক রহমান শেখ হাসিনার পেছনে লেগেছে। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে।

বিআলো/শিলি