• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট 

     dailybangla 
    27th Apr 2025 12:33 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে পবিত্র হজ ফ্লাইট শুরু হচ্ছে। প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

    প্রথম দিন ৪১৯ জন হজযাত্রী ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।

    এ বছর ৮৭ হাজার ১০০ জন হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন। সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন। প্রথম ফ্লাইট রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে।

    সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার জন্য এ বছর ১১২ জন সরকারি গাইড ও ১ হাজার ৭৪৩ জন বেসরকারি গাইড নিযুক্ত থাকবেন। হজযাত্রীদের সহায়তায় থাকবেন ৭০ জন মোয়াল্লেম। যাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি এয়ারলাইন প্রস্তুত রয়েছে।

    হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ার ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে। ফিরতি যাত্রায় বিমান পরিচালিত হবে বিমান বাংলাদেশের ১০৯টি, সাউদিয়ার ৭৯টি ও নাসের ৩৪টি ফ্লাইটে। ৩১ মে পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই। উল্লেখ্য, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে (চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৫ সালের ৫ জুন)। এবারও হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হবে এবং তা ২০টি ভাষায় অনূদিত হবে, যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031