মাটিরাঙ্গায় আম চাষে সফল কাউন্সিলর মোহাম্মদ আলী

মাটিরাঙ্গায় আম চাষে সফল কাউন্সিলর মোহাম্মদ আলী

আলমগীর হোসেন, মাটিরাঙ্গা খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গার উঁচু নিচু পাহাড় টিলার বুক চিড়ে সারি সারি সাজানো গুছানো আম বাগান। গাছে গাছে ঝুলছে সুমিষ্ট আম রূপালি, এ দৃশ্য এখন মাটিরাঙ্গা পাহাড়ের টিলায় টিলায়। মাটিরাঙ্গা উপজেলায় এবছর আম রূপালির বাম্পার ফলন হয়েছে, তাই খুশি কৃষকরা।

মাটিরাঙ্গায় আম চাষে স্বাবলম্বী হয়েছেন মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী। মাটিরাঙ্গার ১নং ওয়ার্ড ইসাছড়া এলাকার পাহাড়ে ফলের বাগান করে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। তার এই ফলের বাগানে প্রায় ১০ হাজারের মতো বিভিন্ন ফলের গাছ রয়েছে। এ বাগানে সবচেয়ে বেশি যে ফলটি রয়েছে সেটি হলো আম।

জানা যায়, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৫০০ ফুট উঁচুতে ফলের বাগান গড়ে তুলেছেন কাউন্সিলর মোহাম্মদ আলী। প্রায় ৫ একর এর অধিক জায়গা জুড়ে তার এই ফলের বাগানটি বিস্তৃত। তার বাগানে চাষ করা ফলের মধ্যে উল্লেখযোগ্য ফল হলো আম। তার এই বিশাল বাগানে প্রায় সব কয়টি আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে।

কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, আধুনিক পদ্ধতিতে মিশ্র ফলের চাষ করার চিন্তা ও মনের খোরাক হিসেবেই পাহাড়ে এই বাগান গড়ে তোলা। সাধারণ জনগণের সেবক হিসেবে সেবা করার পাশাপাশি নিজের মনের খোরাক হিসেবেই নিজের বুদ্ধি দিয়ে এই বাগানটিকে গড়ে তুলেছি। আমি সমাজের বেকার কর্মহীন ও যুবক সমাজের প্রতি একটি মেসেজ দিতে চাই যে, আপনারা বেকার না থেকে আম চাষ করুন, আপনাদের বেকারত্বও দূর হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। বেকারত্বকে দূর করুন, সমাজ থেকে বেকারত্ব দূর করতে সহযোগিতা করুন। সমাজের শিক্ষিত বেকাররা ফলের বাগান গড়ে লাভবান হতে পারেন।

তার এই ফলের বাগানে নিয়মিত কাজ করছেন ১০ থেকে ১৫ জন শ্রমিক। এসব ফল চাষে খরচ বাদ দিয়েও বেশ অর্থ উপার্জন করছেন। তিনি বলেন আর নয় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এখন এই পার্বত্যাঞ্চলের পাহাড়ের মধ্যেও বিভিন্ন প্রজাতির ফল চাষ করা সম্ভব বলে মনে করেন তিনি। 

বাগান নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, আগামীতে আরো বড় বাজেট নিয়ে বিভিন্ন প্রজাতির আমের বাগান বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এতে করে মানুষ আম চাষের প্রতি ঝুঁকবে বলে মনে করেন। তিনি ইতিমধ্যে সামাজিক সংগঠনের মাধ্যমে বেকার যুবকদের বাগান করার ব্যাপারে উৎসাহিত করছেন। 

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান, প্রতিবছর আমবাগানের চাষি বাড়ছে। আম চাষে সবজির চেয়ে বেশি লাভ হয়। তা ছাড়া আমবাগানের চাষ পতিত জমিতেও হয়। এ জন্য কৃষকরা বাণিজ্যিকভাবে আম চাষে ঝুঁকছেন। বর্তমানে মাটিরাঙ্গা উপজেলায় ৫৫০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে বলেও জানান তিনি।

বিআলো/ইলিয়াস