মতলব উত্তরে জনতা বাজার এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং 

মতলব উত্তরে জনতা বাজার এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং 

জাকির হোসেন বাদশা, মতলব উত্তর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় ধনাগোদা নদীতে বালু ভর্তি জিও ডাম্পিং করা হয়েছে।

সোমবার (৯ আগষ্ট) ডাম্পিং কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ  অ্যাড. নুরুল আমিন রুহুল। জনতা বাজার এলাকায় ৭ হাজার ২০০ ব্যাগ ডাম্পিং করা হবে। এর আগেও উপজেলা বিভিন্ন এলাকায় নদী ভাঙন স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এমপি নুরুল আমিন রুহুল। 

জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ  অ্যাড. নুরুল আমিন রুহুল। আরো বক্তব্য রাখেন,  নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সা. সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সা. সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম প্রমুখ।  

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রবসহ দলীয় নেতৃবৃন্দ এবং  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন গাজী। 

বিআলো/ইলিয়াস