মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের ২০২৫-২০২৭ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৩ নভেম্বর রোববার বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কমিটি ঘোষণা করা হয়। সভার সভাপতিত্ব করেন আব্দুল মান্নান। কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন।
নব গঠিত ১৭ সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন:
সভাপতি: আব্দুল মান্নান (নিউজ টুয়েন্টিফোর ডটকম / দৈনিক বাংলাদেশ সমাচার)
সিনিয়র সহ-সভাপতি: মোঃ মাহফুজুর রহমান (সময়ের কণ্ঠস্বর / মতলব টুডে)
সহ-সভাপতি: মোহাম্মদ দৌলত হোসেন আবির (স্বদেশ টিভি)
সাধারণ সম্পাদক: তানজিমুল হাসান মায়া’জ (টুডে টাইমস)
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ নাজমুল হক (যায়যায়দিন)
সাংগঠনিক সম্পাদক: হাফেজ মোঃ শামীম মিয়াজী (দৈনিক ডেসটিনি / দৈনিক চাঁদপুর দিগন্ত)
সহ-সাংগঠনিক সম্পাদক:মোঃ আতাউর রহমান (বাংলার অধিকার)
প্রচার সম্পাদক: মোঃ রাজিব সৈয়াল (প্রেস নিউজ টুয়েন্টিফোর ডটকম)
দপ্তর সম্পাদক:গাজী এমদাদুল মানিক (প্রিয় চাঁদপুর)
ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ আফজাল খান (চাঁদপুর নিউজ টিভি)
অর্থ বিষয়ক সম্পাদক: তানজির আহমেদ তফাদার (সানি) (নাগরিক এক্সপ্রেস)
তথ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মোঃ আবু হানিফ মিলন (মতলব বার্তা)
কার্যকরী সদস্য: আবুল মনসুর আব্দুল হালিম (প্রেস নিউজ টুয়েন্টি ফোর ডটকম), আশেক মাহমুদ সংগ্রাম (কালের কথা), ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম (প্রেস নিউজ টুয়েন্টি ফোর ডটকম), জাহিদ হাসান (বিশ্বাসী কণ্ঠ), মোঃ মাহফুজ আলম (কৃষাণ মাঝি)।
বিআলো/ইমরান



