• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মতলব উত্তরে মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পূর্ণমিলনী 

     dailybangla 
    26th Dec 2025 5:32 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে প্রথমবারের মতো বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান। দীর্ঘদিনের স্মৃতি, আবেগ ও ভালোবাসায় মিলনমেলাটি পরিণত হয় এক উৎসবমুখর আয়োজনে।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে, জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের ৬০ বছরের স্মৃতিচারণা সংবলিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    পূর্ণমিলনী কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম এবং পূর্ণমিলনী কমিটির সদস্য সচিব মনিরুল হাসান আলী নূর।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই বিদ্যালয় এলাকার শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আজকের এই মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ককে নতুনভাবে জাগ্রত করবে।”

    সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক নাজমুল হাসান বলেন, “১৯৬৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এই প্রথম পূর্ণমিলনীর আয়োজন করা হলো। প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে একসঙ্গে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। বিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”

    অনুষ্ঠানে ১৯৭১ সালের ব্যাচ থেকে শুরু করে ২০২৫ সালের ব্যাচ পর্যন্ত বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা বিদ্যালয়ের স্মৃতিচারণ করেন এবং পুরোনো দিনের নানা অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেন।

    এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করে সম্মাননা জানানো হয়।

    অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ইমন মাহমুদুল ও কনা। তাদের পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ আনন্দ ও উচ্ছ্বাসে ভরে ওঠে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031