• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মতলব উত্তরে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ 

     dailybangla 
    12th Jan 2026 9:39 pm  |  অনলাইন সংস্করণ

    জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর থানায় আলোচিত এক অনলাইন প্রতারণা মামলায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফার্নিচার ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগীর সঙ্গে অনলাইনে পরিচয়ের সূত্র ধরে সখ্যতা তৈরি করে প্রতারকরা। পরে লাভজনক ফার্নিচার ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দিয়ে ধাপে ধাপে নগদ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা নেয় চক্রটি। এক পর্যায়ে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন। গত ১১ জানুয়ারি মতলব উত্তর থানার একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে প্রথমে মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানাধীন এলাকা থেকে দুইজনকে আটক করে।

    পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্বার ও মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা হেদায়েত উল্লাহ মনিরসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, হেদায়েত উল্লাহ মনিরের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট অনলাইন প্রতারণা চালিয়ে আসছিল। তারা মূলত গ্রামের সহজ-সরল মানুষ ও নারীদের টার্গেট করত। এনআইডির মাধ্যমে ব্যাংক একাউন্ট খুলে চেক বই, ডেবিট কার্ড ও একাউন্ট সংশ্লিষ্ট মোবাইল নম্বর নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রতারণা চালানো হতো। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে বিভিন্ন ব্যক্তির নামে ৬টি ব্যাংকের চেক বই, ১৯টি ডেবিট ও ভিসা কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে এসব একাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মতলব উত্তর থানায় এফআইআর নং-২৬ (তারিখ: ১২ জানুয়ারি ২০২৬) মামলা করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪০৬/৪২০/৩৪ ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031