মাদক মামলায় পরী মনির বিরুদ্ধে চার্জ গঠন ৫ জানুয়ারি

মাদক মামলায় পরী মনির বিরুদ্ধে চার্জ গঠন ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরী মনিসহ তার দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীর আদালতে হাজিরা দিয়েছেন।

তবে নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ থাকায় মামলাটির চার্জ গঠন শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। রবিবার চার্জ গঠনের শুনানির দিন ধার্য থাকায় পরী মনি দুপুর সোয়া ১২টার দিকে আদালতে হাজির হন।

তবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আয়ুবুর রহমানের মৃত্যুতে গতকাল রবিবার নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। এজন্য চার্জ শুনানি পিছিয়ে ৫ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ১৪ ডিসেম্বর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদক মামলাটির চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। সেদিন পরী মনি আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তার ভার্টিগো রোগ বেড়ে যায়। গাড়ির মধ্যেই মাথা ঘুরে পড়ে যান তিনি। এ অবস্থায় তাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তাই চার্জ শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা। আদালত আবেদনটি মঞ্জুর করে চার্জ গঠনের শুনানি পিছিয়ে ২ জানুয়ারি নতুন দিন ধার্য করেন।

গত ৪ অক্টোবর মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ১৫ নভেম্বর পরী মনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। তবে পরীমনিসহ তিন জন বর্তমানে জামিনে রয়েছেন।

গত ৪ আগস্ট বিকেলে বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান শেষে পরী মনিসহ তিনজনকে দেশি বিদেশি মদের বোতল ও এলএসডি মাদকসহ আটক করা হয়। পরে বনানী থানায় র‍্যাব বাদি হয়ে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

এ মামলায় পরীমনির প্রথম দফায় চারদিন, দ্বিতীয় দফায় দুইদিন ও তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাকে কাশিমপুর কারাগারে নেওয়া নেয়া হয়। গ্রেপ্তারের ২৬ দিন পর ৩১ আগস্ট পরীমনিকে নারী, শারীরিক অসুস্থতা ও অভিনেত্রী এই তিনটি বিবেচনায় জামিন দেন আদালত। সেসময় থেকে পরিমনিসহ তার দুই সহযোগী জামিনে আছেন।  

বিআলো/শিলি