মধুপুরে করোনার মধ্যেই স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

মধুপুরে করোনার মধ্যেই স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে করোনার প্রভাবকে তোয়াক্কা না করে প্রয়োজনের তাগিদে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দুই কিলোমিটার করে চার কিলোমিটার দৈর্ঘের দুটি গ্রামীণ সড়ক সংস্কার করেছেন এলাকাবাসী। আসন্ন আনারস মৌসুমকে সামনে রেখে বাজারে আনারস-কলাসহ উৎপাদিত কৃষি পণ্য পরিবহন সহজ করতে অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে এলাকার সব স্তরের লোকজন সাধ্যমতো এ সংস্কার কাজে অংশ নিয়েছেন। আলোচিত ওই গ্রামীণ রাস্তা দুটি হল মধুপুর উপজেলার আউশনারা ও বেরীবাইদ এই দুই ইউনিয়নের আওতাধীন দানকবান্ধা থেকে মোটেরবাজার পর্যন্ত দুই কিলোমিটার এবং  চাটারবাইদ থেকে মোটেরবাজার পর্যন্ত দুই কিলোমিটার করে মোট চার কিলোমিটার সড়ক।

এলাকাবাসীর সাথে এ সংস্কার কাজে অংশ নিয়েছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন মোটেরবাজার শাখা, কুলি শ্রমিক ইউনিয়ন, মোটেরবাজার শিল্প ও বণিক সমিতি, ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়ন, কাঁচামাল আড়ৎদার সমিতি, অটো টেম্পু মালিক, চালক সমিতির সদস্য ও হাবিব, ফরহাদ নামের স্থানীয় দুই ইউপি সদস্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত পাঁচ দিন আগে সংস্কার শুরু হওয়া সড়ক দুটি এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করছেন। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এতে অংশ নিচ্ছেন। পুরো রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত উদ্যোক্তারা অব্যাহতভাবে এ কাজ পরিচালনা করবেন বলে জানান। মধুপুর উপজেলার আউশনারা কলেজের প্রভাষক রাজু আহমেদ বলেন, বর্ষা মৌসুম এ অঞ্চলের অর্থকরী ফসল আনারস কাটার সময়। ঠিক এ সময়টা বনাঞ্চল ও লাল মাটির গ্রামীণ সড়ক কাদায় চলাচলের উপায় থাকে না। আনারস-কলা পরিবহনে চাষীদের নিদারুণ দুর্ভোগ পোহাতে হয়। আর এ দুর্ভোগ থেকে রক্ষা পেতে স্থানীয়দের এমন উদ্যোগ প্রশংসা পাওয়ার মত।

একই বক্তব্য আউশনারা লাইনপাড়ার বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি মশিউর রহমান ও মোটেরবাজার অটো টেম্পু মালিক চালক সমিতির সভাপতি রবিউল ইসলামের। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন জানান, রাস্তা দুটি সংস্কার করতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কাছে বছরের পর বছর ধর্না দিয়ে কাজ না হওয়ায় এমন উদ্যোগে তিনিও শরীক হয়েছেন। শুধু এ রাস্তা নয়, আশপাশের বেশ কয়েকটি রাস্তার একই দশা। পর্যায়ক্রমে অন্য রাস্তাগুলোও এভাবে সংস্কার করা হবে। বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন মোটেরবাজার শাখার আহ্বায়ক আবু হানিফ জানান, রাস্তা সংস্কারে তার প্রতিষ্ঠানের সদস্যরা সরাসরি সংস্কার কাজে অংশগ্রহণ করছে। আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা রাস্তাটি করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বলেন, পর্যায়ক্রমে রাস্তা দুটি সংস্কার করা হবে।