মধুখালীতে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঘটনাটি শুক্রবার দিবাগত গভীর রাতে রায়পুর শাখায় ঘটে।
রায়পুর শাখার দ্বিতীয় শাখা ব্যবস্থাপক বাবুল হোসেন জানান, দুর্বৃত্তরা ন্যাকড়ায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে ব্যাংকের মূল দরজা ও জানালা দিয়ে ভেতরে নিক্ষেপের চেষ্টা করে। তবে ভেতরে আগুন প্রবেশ না করায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভোরে এসে ঘটনাটি দেখে থানায় জিডি করা হয়।
শাখা ব্যবস্থাপক নবিনা নুরুল পিয়া জানান, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে পেট্রল ঢেলে দরজার সামনে আগুন দেওয়া হয়। দরজার সামনে কালো ধোঁয়ার দাগ দেখা যায়। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/এফএইচএস



