মধুপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন মো. জাফর ইকবাল
অনলাইন ডেক্স
08th Dec 2025 4:57 pm | অনলাইন সংস্করণ
আব্দুল মোমিন, মধুপুরঃ টাঙ্গাইলের মধুপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ জাফর ইকবাল। তাঁর জন্ম রাজশাহী জেলায়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মধুপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও সু-শৃঙ্খল করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন মধুপুরবাসী।
নতুন ওসির প্রতি স্থানীয়দের আশা, সমাজের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা রাখবেন। পাশাপাশি সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মধুপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়ামুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তাদের বিশ্বাস।
দায়িত্বশীল ও পেশাদার আচরণের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নবাগত ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর।
বিআলো/ইমরান



