মুন্সীগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ২

মুন্সীগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ২

মোঃ জাফর মিয়া,মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে একই দিনে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলো। গতকাল রবিবার ২ জন এবং আজ সোমবার নতুন করে দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত হওয়া একজন লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামের । অন্যজন হলো সিরাজদিখান উপজেলার কুচিয়া মুড়া গ্রামের। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। এদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকীদের বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। করোনায় আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে অধিকাংশ রোগী ঢাকার মিরপুর এবং পার্শবর্তী জেলা নারায়নগঞ্জে থেকে সংক্রামিত হয়েছে বলেও জানান তিনি।

 এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলাকে সিল করা হয়েছে। জেলার প্রধান প্রবেশদ্বারে চেকপোষ্ট বসানো হয়েছে। পাশাপাশি নৌপথেও টহল জোরদার করেছে নৌ পুলিশ । বন্ধ রয়েছে নৌপথে সকল প্রকার যান চলাচল । জেলার বাইরের কোন গাড়ী এবং মানুষ শহরে প্রবেশ করতে না পারে সেজন্য চেকপোষ্টের মাধ্যমে সার্বক্ষনিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করছে আইনসৃংখলা বাহিনীর সদস্যরা। 
    
অন্যদিকে শহরে যানচলাচল কম থাকলেও বেড়েছে পায়ে হেঁটে চলা মানুষের সংখ্যা। বিভিন্ন স্থানে সরকারী ১০ টাকা কেজির চাল বিক্রির দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। ব্যাংকপাড়া এবং বাজারগুলাতে মানুষের ভিড় এখনও কমেনি। কেউ মানছেনা সামাজিক দূরত্ব।