মানসম্পন্ন শিক্ষাসেবার প্রতিশ্রুতিতে বিএসবির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানসম্পন্ন শিক্ষাসেবার প্রতিশ্রুতিতে বিএসবির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষার্থীদের জন্য বিশ্বের নামি বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা গ্রহণের সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি নিয়ে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ISO ৯০০১:২০০৮ সনদপ্রাপ্ত দেশের সবচেয়ে বড় শিক্ষাসেবা প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজন আর নানা কর্মসূটির মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিএসবির প্রধান কার্যালয়ে (প্লট-২২, গুলশান সার্কেল-২) ছিল উৎসবের আমেজ।

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে বাশার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আপনাদের আন্তরিক সহযোগিতায় বিএসবির দীর্ঘ যাত্রায় সহায়ক হয়েছে। মানসম্পন্ন শিক্ষাসেবা নিশ্চিত করতে বিএসবি আরো নতুন নতুন কমসূচি গ্রহণ করছে বলে মন্তব্য করেন এই শিক্ষাদ্যোক্তা।

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশন বলেন, দীর্ঘ পথ পেরিয়ে বিএসবি আজ ২৯ বর্ষে পর্দাপণ করেছে। এই পথ চলায় এদেশের লাখ লাখ অভিভাবক ও শিক্ষার্থীদের শিক্ষা এবং আর্থিক উন্নয়নে বিএসবি আশাতীত ভূমিকা রেখেছে।

গতকাল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায়। বিকালে হয় কেক কাটা। এছাড়া এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ছিল স্পট অ্যাসেসমেন্টের ব্যবস্থা।

স্পট অ্যাসেসমেন্টে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চায়না, সাইপ্রাসসহ প্রায় ৫০টি দেশের ২৫০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি, স্কলারশিপ ও নিজেদের পছন্দনীয় বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

এছাড়া বাংলাদেশ ক্রিকেটে বিশেষ অবদানের জন্য ক্রীড়া ব্যক্তিত্ব নাজমুল আবেদিন ফাহিমকে বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ১৯৯৩ সালে আত্মপ্রকাশের পর দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কার্যক্রমের মধ্য দিয়ে অত্যন্ত সফলতার সঙ্গে ২৮ বছর অতিক্রম করেছে। এ সময়ে ১ লাখেরও বেশি শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সহায়তা প্রদান করা হয়েছে।

বিএসবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দেশের বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ, শিক্ষার্থী, লায়ন লিডারগণ, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শুভ্যানুধ্যায়ী, অভিভাবকসহ সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। 

বিআলো/ইলিয়াস