মনোনয়ন না পেয়ে আগেই আনন্দে মাতলেন বাউফলের বিএনপি নেতা! এলাকায় তোলপাড়
মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল: পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি’র মনোনয়ন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয়সহ-দপ্তর সম্পাদক মো.মুনির হোসেনের নাম প্রচার করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে ৫ নং সূর্যমনি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মাহবুব জোমাদ্দারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় মাহবুব জোমাদ্দার বলেন, “আজ ঢাকায় কেন্দ্রীয় বিএনপি’র গুলশান অফিসে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাদের প্রিয় নেতা মো.মুনির হোসেন ভাইয়ের মনোনয়ন নিশ্চিত হয়েছে বলে আমরা আনন্দ প্রকাশ করছি।” তবে কেন্দ্রীয় বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, “আমি এখনো দলের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাইনি। কেউ আমার সঙ্গে মনোনয়ন নিয়ে আলোচনা করেনি। শুনেছি বাউফলে কেউ মিষ্টি বিতরণ করেছে, এটি অনুচিত। মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। এমন প্রচারণা বিভ্রান্তিকর।”
বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন। মনোনয়ন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতা হয়ে মাহবুব জোমাদ্দারের এমন আচরণ দলীয় ঐক্যের পথে অন্তরায়।” বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ এ কেএম মিজানুর রহমান লিটু বলেন, “দলীয় পর্যায়ে এখনো মনোনয়ন নিয়ে কোনো আলোচনা হয়নি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ জানান, “দলীয় পর্যায় থেকে এমন কোনো নির্দেশনা মাহবুব জোমাদ্দারকে দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত উদ্যোগ।” উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেলিন বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় ঐক্যের আহ্বান জানিয়েছেন। অথচ মাহবুব জোমাদ্দারের এমন পদক্ষেপ স্থানীয় বিএনপি’র গ্রুপিং আরও বাড়িয়ে তুলতে পারে। দলের দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য দেওয়া সমীচীন নয়।” সূর্য্যমনি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান হাওলাদার বলেন, “দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মনোনয়ন প্রকাশের আগে এমন আয়োজন দলের নীতির পরিপন্থী।”
এদিকে ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বাউফল জুড়ে সমালোচনার ঝড় বইছে। কেউ একে “অতি উৎসাহী আচরণ” বলে মন্তব্য করেছেন, আবার কেউ বলছেন, “এটি দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।” ঘটনা সম্পর্কে জানতে মাহবুব জোমাদ্দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিআলো/ইমরান



