• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মমতার বিরুদ্ধে দাঙ্গা উসকানির অভিযোগ তুলল বিজেপি 

     dailybangla 
    22nd Dec 2025 9:56 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে হিন্দু-মুসলিম উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- এমন অভিযোগ করেছে ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতিতে জড়িয়ে পড়েছে।

    শনিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হিন্দু ধর্মীয় বিশ্বাস ও দেবদেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। তিনি তৃণমূল বিধায়ক মদন মিত্রের বক্তব্যের কথা উল্লেখ করেন, যেখানে প্রভু রামকে মুসলমান বলে দাবি করা হয়েছে।

    ভাটিয়ার দাবি, এই মন্তব্যে কোটি কোটি হিন্দুর ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। অথচ বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব রয়েছেন, যা পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তুলেছে।

    তিনি আরও বলেন, মদন মিত্রের বিরুদ্ধে এখনো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি তৃণমূল কংগ্রেস। এতে স্পষ্ট হয়, দলটির শীর্ষ নেতৃত্ব এই ধরনের বক্তব্যকে প্রশ্রয় দিচ্ছে। বিজেপির মতে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তুষ্ট করতেই তৃণমূল এমন রাজনীতি করছে।

    সংবাদ সম্মেলনে গৌরব ভাটিয়া মমতার অতীত মন্তব্যের কথাও তুলে ধরেন। তিনি ২০১৯ সালে ‘জয় শ্রী রাম’ স্লোগানে মমতার প্রতিক্রিয়া এবং মহাকুম্ভকে ‘মৃত্যু কুম্ভ’ বলার ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

    বিজেপি মুখপাত্র প্রশ্ন তোলেন, হিন্দু ধর্ম ও বিশ্বাসের প্রতি তৃণমূলের এই বিদ্বেষ কেন এবং অন্য ধর্মের ক্ষেত্রে তারা একই সাহস দেখাতে পারবে কি না। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণ এর জবাব দেবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031