• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ময়মনসিংহ রেঞ্জ সেরা জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম 

     dailybangla 
    26th Apr 2025 10:58 am  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: ময়মনসিংহ রেঞ্জ সেরা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের মার্চ মাসের সার্বিক কর্ম-মূল্যায়নে রেঞ্জ সেরা পুরস্কার প্রদান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

    ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সভাকক্ষে অপরাধ পর্যালোচনা সভায় সভাপতি ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের মার্চ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে পরিসংখ্যানের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করেন।

    সভায় জানানো হয় জামালপুর জেলায় মামলা নিষ্পত্তি-১৮৭, ক্লু-লেস মামলা নিষ্পত্তি-২০, সিআর মামলার নিষ্পত্তি-৪১, মোট ওয়ারেন্ট নিষ্পত্তি-৫৭৩, জিআর তামিল-৬০, জিআর রিকল-১৮০, সিআর তামিল-১১০, সিআর রিকল-১৪৩, সাজা তামিল-৪৪, সাজা রিকল-৩৬, হেরোইন-১২ গ্রাম, ফেন্সিডিল-১৪৩৪ বোতল, গাঁজা-১৪ কেজি ৫৫৫ গ্রাম, ইয়াবা-৮৭৩ পিস, বিদেশী মদ-৮০ বোতল, দেশী মদ-৪৭ লিটার, অন্যান্য উদ্ধার-২১৮৭, ভিকটিম উদ্ধার -২৩ জন, ৯৯৯ নিষ্পত্তি-৩৪২, নিয়মিত মামলার আসামী গ্রেপ্তার-৩২৭ জন, বিট ভিজিট-২২ টি। (প্রাপ্ত মার্ক-৬৩.৫১)।

    উক্ত সভায় শ্রেষ্ঠ সার্কেল হিসের ১ম স্থান অধিকার করেন ময়মনসিংহ জেলার সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) সাগর সরকার, ২য় অধিকার করেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, ৩য় স্থান অধিকার করেন নেত্রকোনা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম।

    এছাড়া সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত হোন ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার অফিসার ইনচার্জ মো. আল-মামুন সরকার, জামালপুর সদর থানার পলাশ কুমার রায় নির্বাচিত হোন শ্রেষ্ঠ এসআই (নি.), শ্রেষ্ঠ এ এসআই (নি.) নির্বাচিত হোন নেত্রকোনা সদর থানার মো. ফারুক আহমেদ, ক্লু-লেস খুনসহ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার ও ডাকাতি কাজে ব্যবহৃত আলামত জব্দ করায় সন্তোষজন কর্মদক্ষতার জন্য বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হোন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জআরমান আলী, ক্লু-লেস খুন মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধার করায় সন্তোষজন কর্মদক্ষতার জন্য বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয় নেত্রকোনা মডেল থানার এসআই (নি.) মো. আমিনুল ইসলাম।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031