মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল
dailybangla
23rd Dec 2025 2:54 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: মদিনার পবিত্র মসজিদে নববীর সম্মানিত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে মুসলিম বিশ্ব এক নিবেদিত খাদেমকে হারাল।
মঙ্গলবার ফজরের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছে ‘ইনসাইড দ্য হারামাইন’।
১৪২২ হিজরিতে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হওয়া শেখ ফয়সাল নোমান প্রায় ২৫ বছর ধরে মসজিদে নববীতে আজান দিয়েছেন। তার সুমধুর কণ্ঠ ও আন্তরিকতা বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
পারিবারিকভাবে তিনি এই মর্যাদাপূর্ণ দায়িত্বের উত্তরাধিকার বহন করেছিলেন। তার দাদা ও বাবা- দুজনেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন।
বিআলো/শিলি



