মস্কোয় গাড়িবোমা হামলা, রুশ জেনারেল নিহত
আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়িবোমা হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর একজন উচ্চপদস্থ জেনারেল নিহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) মস্কোর দক্ষিণাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে রুশ তদন্ত কমিটির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিহত জেনারেলের নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ৭৪ বছর বয়সী তাতিয়ানা বলেন, তারা কখনো এমন ঘটনার আশঙ্কা করেননি। আরেক বাসিন্দা গ্রিগরি জানান, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের জানালা কেঁপে ওঠে।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা একটি সাদা কিয়া এসইউভি গাড়িকে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখতে পান। বিস্ফোরণে গাড়িটির দরজা ও কাচ উড়ে গেছে এবং আগুনে পুড়ে গেছে পুরো কাঠামো।
নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। একই দিনে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুটি জাহাজ ও দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বিআলো/শিলি



