মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মো.শফিকুল ইসলাম,মহম্মদপুর (মাগুরা): সংসারের হাল ধরতে দুবাই পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছিলেন লিখন মৃধা (২৪)। ধারদেনা করে অনেক কষ্টে ভিসা জোগাড় করেছিলেন তিনি। আর মাত্র ছয় দিন পর, আগামী ১৫ জানুয়ারি রাতে তার বিমানে ওঠার কথা ছিল।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরের পানি সেচে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান লিখন। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মৃত পিন্টু মৃধার বড় ছেলে।
শুক্রবার বিকেলে ঘটনাস্থলে ছেলের লাশের পাশে বসে আহাজারি করছিলেন তার মা লাখি বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,
“আগামী বৃহস্পতিবার আমার ছেলে বিমানে উঠবে বলে সব প্রস্তুতি ছিল। আমাদের অভাবের সংসারে সুখ আনতে দুবাই যেতে চেয়েছিল। কিন্তু আমাদের সব স্বপ্ন ভেঙে গেল। দুই মাস আগে আমার নাতনিও অসুস্থ হয়ে মারা গেছে।”
তিনি আরও বলেন, “চার লাখ টাকা খরচ করে ছেলের ভিসা করেছিলাম। ধার আর কিস্তি করে টাকা জোগাড় করেছি। সব শেষ হয়ে গেল—লিখনের বিদেশ যাওয়ার স্বপ্নও শেষ হয়ে গেল।” এসব কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন। তার আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে মোটরের মাধ্যমে পানি সেচ দিয়ে মাছ ধরার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন লিখন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিআলো/ইমরান



