মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

এম. মাহফুজুর রহমান, ঝিনাইদহ :  ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে বিএসএফের গুলিতে আব্দুর রহিম (৫০) নামে এক গরুর রাখাল নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার সেজিয়া ইউনিয়নের বাউলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে। র

বিবার ভোর ৪টার দিকে ভারতের হাবাশপুর এলাকার ৬০ নং মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। রবিবার বিকাল সাড়ে ৪ চারটার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে এ খবর জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, রবিবার ভোর রাতে কয়েকজনকে সাথে নিয়ে নিহত আব্দুর রহিম ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভারতের হাবাশপুর এলাকার ৬০নং মেইন পিলারের কাছে পৌঁছালে বিএসএফ গুলি চালায়। বিএসএফর গুলিতে এ সময় আব্দুর রহিম নিহত হন। 

লে, কর্নেল কামরুল আহসান আরো জানান, পতাকা বৈঠকে আমরা নিহতর ছবি দেখে নিশ্চিত হয়েছি এটা বাংলাদেশি আব্দুর রহিমের লাশ। তবে অন্য একটি সূত্র জানায় ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে সীমান্তের পলিয়ানপুর বিজিবির বিওপি কমান্ডার হাবিলদার এনামুল জানান, তারা এখনো এ ধরনের খবর পাননি। অথচ পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে এ ঘটনা ঘটে।