মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত
dailybangla
27th Apr 2025 12:48 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজনের নাম মোহাম্মদ মিকাইল (২২) ও মো. ওবায়দুল (২৩) বলে জানা গেছে। উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা তারা।
স্থানীয়রা জানান, রবিবার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
বিআলো/শিলি



