মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অগ্নিকাণ্ড: গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই
এস এম শিমুল রানা, মাগুরা: মাগুরা শহরের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিচতলার পূর্ব পাশের একটি কক্ষে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৩টা ৪০ মিনিটে অজ্ঞাত দুর্বৃত্তরা কক্ষে আগুন লাগানোর চেষ্টা চালায় বলে প্রাথমিক ধারণা।
স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কম্পিউটার, ল্যাপটপ, অফিসিয়াল ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ রেকর্ড, কাঠের তাক ও চেয়ার-টেবিলসহ বহু দাপ্তরিক সামগ্রী পুড়ে যায়।
একই সময়ে মাগুরা জেলা সদর সাব-রেজিস্ট্রার অফিসেও দুর্বৃত্তরা আগুন লাগায়। এতে গুরুত্বপূর্ণ নথি ও রেজিস্ট্রি সম্পর্কিত রেকর্ডও পুড়ে যায়। দুই অফিসে একযোগে অগ্নিকাণ্ডের কারণে এলাকায় ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়েছে।
মাগুরা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়ীদের আইনের আওতায় আনা হবে।”
মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ভোর ৩টা ৪০ মিনিটে দু’টি অফিসে আগুন লাগানো হয়। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।”
প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের কাজ চলছে।
বিআলো/ইমরান



