মাগুরায় সাংবাদিকের উপর হামলা
মাগুরা প্রতিনিধিঃ দৈনিক এই বাংলা পত্রিকার মাগুরা প্রতিনিধি আহমদ আলী খন্দকারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে মাগুরা শহরের হাসপাতালপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা সাংবাদিকের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটিয়েছে। পরে আহত আহমদ আলীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়।
এ বিষয়ে তার পরিবারের সূত্রে জানা যায়, মাগুরা শহরের জামরুলতলা এলাকায় তিনি বসবাস করেন। দুর্বৃত্তরা হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আহমদ আলী জানান, তিনজন মোটরসাইকেলে করে এসে আমার ওপর হামলা চালায় ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এ ঘটনায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এইস এন কামরুল ইসলাম, এস এম শিমুল রানা ও স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বিআলো/তুরাগ



