• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাটিচাপা দেওয়া অবস্থায় স্ত্রীর গলাকাটা লাশ মিলল ঝোপের গর্তে 

     dailybangla 
    29th Aug 2025 8:04 pm  |  অনলাইন সংস্করণ

    শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজের ১০ ঘন্টা পর পঞ্চাশোর্ধ নারী কমলা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কমলা বেগম উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী। শুক্রবার (২৯ আগস্ট) ভুতুলিয়া গ্রামের ঝোপের গর্ত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রীপুর থানার চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহতের স্বামীর বরাত দিয়ে জানান, সকালে কমলা বেগম ও তার স্বামী কদম আলী একসাথে বাড়ী থেকে বের হয়। কদম আলী কাজের উদ্দেশ্যে এবং কমলা বেগম বাড়ীর অদূরে ঝোপজঙ্গলে ৪/৫টি তাল গাছ রয়েছে সেখানে তাল কুড়াতে যায়। দুপুরে নিহতের স্বামী মাঠের কৃষি কাজ থেকে বাড়ী ফিরলেও স্ত্রী কমলা বেগম বাড়ী ফিরে নাই। পরে আশপাশের বাড়ীতে খোঁজাখুঁজি করেতে থাকে। তার কোনো সন্ধান না পেয়ে প্রতিবেশীরাও ওই নারীকে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের পর প্রতিবেশী এক নারী ঝোপঝাড়ের ভেতর মাটি খোড়া দেখতে পেয়ে তার সন্দেহ হয়। ওই নারীর চিৎকার শুনে আশপাশের বাড়ীর নারী পুরুষ এসে মাটিচাপা দেওয়া অবস্থায় কমলা বেগমের লাশ দেখতে পায়।

    নিহতের স্বামী কদম আলী পুলিশকে জানায় প্রায় দুই মাস আগে প্রতিবেশী নবী হোসেনের সামান্য একটা বিষয় নিয়ে তাদের বিরোধ হয়। এলাকার কারো সাথে কদম আলী ও কমলা বেগম দম্পত্তির বিরোধ নেই। আমি মানুষের বাড়ীতে কৃষি কাজ করি। ছেলে এবং ছেলের বউ পোশাক কারখানায় চাকরি করে। আমার স্ত্রী বাড়ীতে থেকে নাতিদেরকের দেখাশুনা করে। কারা এবং কেন আমার স্ত্রীকে এভাবে হত্যা করলো? শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, মাটিচাপা দেওয়া অবস্থায় নারীর গলাকাটা মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই নারীর মুখমন্ডল থেঁতলানোসহ সুরতহালে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031