• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাঠপর্যায়ে প্রচার জোরদারের নির্দেশ তথ্য উপদেষ্টার 

     dailybangla 
    22nd Dec 2025 8:42 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণসহ প্রচার কার্যক্রম জোরদার করতে জেলা তথ্য অফিসারদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    তিনি বলেন, সুনির্দিষ্ট প্রচারসূচি তৈরি করে নির্বাচন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এতে সরকারি অর্থের সাশ্রয় ও সমন্বিত প্রচারব্যবস্থায় কার্যকর ফল নিশ্চিত করা সম্ভব হবে।

    আজ জুম প্ল্যাটফর্মে আয়োজিত জেলা তথ্য অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার অগ্রগতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন।

    সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এবং সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুল রহমান বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

    সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, গণভোটের ডেমোসহ একটি লিফলেট প্রায় চূড়ান্ত করা হয়েছে। এটি অনুসরণ করলে প্রচার কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘ভোটের গাড়ি’ কর্মসূচির সঙ্গে জেলা তথ্য অফিস ও স্থানীয় প্রশাসনকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রচারণা কার্যক্রমের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের দপ্তরগুলো যুক্ত হলে মাঠপর্যায়ে আরও ভালো ফল মিলবে।

    সমন্বয় আলোচনাকালে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা জানান, দেশের ৬৪ জেলা ও চারটি উপজেলা তথ্য অফিসের মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তর নিবিড়ভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ, নারী ভোটার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটারদের উৎসাহিত করতে অঞ্চলভিত্তিক জনপ্রিয় সংগীত প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ‘ভোটালাপ’ ও ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচির মাধ্যমে জনগণকে গণভোট বিষয়ে প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন দেওয়া হবে।

    অনলাইনে অনুষ্ঠিত এ সভায় ৬৮ জেলার তথ্য অফিস প্রধানগণ অংশগ্রহণ করেন। এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন এবং পরিচালক (প্রচার) ডালিয়া ইয়াসমিন সভায় যোগ দেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031