মাথাভাঙ্গায় বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: মোহনপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদ মাঠে ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম শামীম মিয়াজী, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু, সাংগঠনিক সম্পাদক সাফায়েত খান, উপজেলা বিএনপির কার্যকরী সদস্য সলিমুল্লাহ উল্লাহ সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল বাদল, যুগ্ম আহ্বায়ক ও জুলাইযোদ্ধা শেখ ফরিদ মিয়াজী, যুবদলের নেতা সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল সরকারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা।
এছাড়াও ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
বিআলো/তুরাগ



