• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাদক বিস্তারের প্রমাণ যেহেতু স্পষ্ট, এখন শাস্তি নিশ্চিত করতে হবে:বিভাগীয় কমিশনার 

     dailybangla 
    26th Jun 2025 10:14 pm  |  অনলাইন সংস্করণ

    ফারুক আহামেদ,রাজশাহী ব্যুরো: রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, মাদককে না বলুন-এ সমস্ত কথা বলে এখন আর লাভ নেই। মাদক বিস্তারের প্রমাণ যেহেতু স্পষ্ট, এখন শাস্তি নিশ্চিত করতে হবে। শাস্তির উপর আর কোনো ওষুধ নাই।

    আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদ্যাপনের লক্ষ্যে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, দেশে মাদক এসে মানুষকে অসুস্থ করে তুলছে এবং এটা যে আমাদের ক্ষতি করছে তা প্রমাণিত। মাদক কীভাবে আসে, কোথা থেকে আসে, কীভাবে মাদকের ব্যবসা হয়- এসব আমাদের জানার দরকার নেই। দরকার মাদকের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা।

    মাদক যারা পাচার করে তাদেরকে আর বুঝিয়ে লাভ নাই এমন মন্তব্য করে বিভাগীয় কমিশনার বলেন, এখন হলো প্রতিরোধের সময়। এটা প্রতিরোধের জন্য তাদের শাস্তি প্রদান করতে হবে। তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন প্রয়োগকারীদের হাতে অপরাধীদের তুলে দিতে হবে, তারা ব্যবস্থা নিবে। শিক্ষার্থীদের তিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

    রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, পুলিশ সুপার ফারজানা ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এস. এম বায়েজিদ উল-ইসলাম।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও এনজিও প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    এর আগে ‘মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়’ স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে শুরু হয়ে মহানগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়।

    দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দ্য এভিডেন্স ইজ ক্লিয়ার: ইনভেস্ট ইন প্রিভেনশন’ বা ‘প্রমাণ এখন স্পষ্ট, প্রতিরোধে বিনিয়োগ করুন’।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031