• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘মাদক সম্রাট’ কুইন্টেরোকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল মেক্সিকো 

     dailybangla 
    28th Feb 2025 3:44 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতকি ডেস্ক: কুখ্যাত ‘মাদক সম্রাট’ রাফায়েল কারো কুইন্টেরো এবং মাদক চক্রের আরও ২৮ সদস্যকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে মেক্সিকো।

    যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বরাতে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

    মেক্সিকান কর্তৃপক্ষ বলে আসছে, কারো কুইন্টেরোকে মাদক চোরাকারবারের দল গুয়াদালাজারা কার্টেলের প্রতিষ্ঠাতা। ১৯৮৫ সালে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের বিশেষ এজেন্ট এনরিক ক্যামেরিনা সালাজারকে অপহরণ, নির্যাতন ও হত্যার সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।

    ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বলছে, ১৯৮৪ সালে কারো কুইন্টেরোর আড়াই হাজার একর গাঁজার খামারে মেক্সিকো কর্তৃপক্ষের অভিযানের প্রতিশোধ হিসেবে সালাজারকে হত্যা করা হয়।

    ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারো কুইন্টেরো ২৮ বছর ছিলেন মেক্সিকোর কারাগারে। ২০১৩ সালে তিনি কারামুক্ত হন। তবে পরে মেক্সিকোর সুপ্রিম কোর্ট তার জামিন বাতিল করে।

    যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে, ফেরারি এই মাদক কারবারি পরে সিনালোয়া মাদক চক্রের শীর্ষ নেতা হিসেবে আবির্ভূত হন।

    ২০২২ সালের জুলাইয়ে মেক্সিকান নৌবাহিনীর এক অভিযানে কারো কুইন্টেরো ধরা পড়েন। ওই অভিযানে ব্ল্যাক হক উড়োজাহাজ দুর্ঘটনায় ১৪ নৌসেনা মারা যান। ঝোপের মধ্যে লুকিয়ে থাকা এই মাদক কারবারিকে ধরিয়ে দেয় নৌবাহিনীর একটি কুকুর।

    ড্রাগ এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত প্রশাসক ডেরেক এস মাল্টজ বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোজুড়ে সহিংসতা, ধ্বংসযজ্ঞ ও খুনখারাবির কারণে মাদক সম্রাট কারো কুইন্টেরো চার দশক ধরে এনফোর্সমেন্টের পলাতক তালিকার ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে শীর্ষে ছিলেন।

    “আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন, যেখানে ন্যায়বিচার হবে।”

    মাল্টজ বলেন, “এনফোর্সমেন্টের সদস্যদের জন্য এটা বিশেষ এক দিন, তারা মনে করেন স্পেশাল এজেন্ট ‘কিকি’ ক্যামেরিনার ওপর নৃশংস নির্যাতন ও হত্যার জন্য কারো কুইন্টেরোই দায়ী। এটি ক্যামেরিনা পরিবারের জন্যও একটি বিজয়।

    “আজ প্রতিটি চক্রের নেতা, প্রতিটি পাচারকারী, আমাদের সমাজকে বিষ প্রয়োগকারী প্রতিটি অপরাধীর কাছে একটি বার্তা যাচ্ছে: আপনাকে জবাবদিহি করতে হবে। যত সময়ই লাগুক না, যত দূরেই দৌড়ান, বিচারের হাত আপনাকে খুঁজে ফিরবে।”

    মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সেক্রেটারিয়েট অব সিকিউরিটি অ্যান্ড সিটিজেন প্রটেকশন জানিয়েছে, দেশের বিভিন্ন জেলে থাকা ২৯ জনকে তারা যুক্তরাষ্ট্রে স্থানান্তর করেছে।

    মাদক পাচারসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত অপরাধী সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগে তাদের খোঁজা হচ্ছিল।

    যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, বৃহস্পতিবার যাদের হেফাজতে নেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন মাদক চক্রের নেতা ও ব্যবস্থাপক। তারা সম্প্রতি বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আসেন, সেগুলো বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত- যার মধ্যে রয়েছে সিনালোয়া কার্টেল, কার্টেল ডি জালিসকো নুভা জেনেরাসিওন (সিজেএনজি), কার্টেল দেল নরেস্টে (সাবেক লস জেটাস), লো নুয়েভা ফ্যামিলিয়া মিচোয়াকানা, এবং কার্টেল ডি গল্ফো (উপসাগরীয় কার্টেল)।

    “এই আসামিদের বিরুদ্ধে যুগপৎভাবে যুক্তরাষ্ট্রে কোকেন, মেথামফেটামিন, ফেন্টানিল, হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক আমদানির পাশাপাশি সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।”   সূত্র: সিএনএন

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031